রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ২২ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫৮Krishanu Mazumder
কৃশানু মজুমদার:এখানে নামিয়ে দিলে হবে?
-আরেকটু যদি..
আড়ষ্ট স্বরে কিন্তু কিন্তু করে প্রতুল বলল।
-আবার এই অন্ধকারে গলির মধ্যে খানা-টানায় পড়ে গাড়িটা বসে গেলে আরেক ঝঞ্ঝাটে পড়ে যাব। সরু রাস্তায় গাড়ি ঘোরানো বিপজ্জনক। এখানে নামিয়ে দিলে পারবি না চলে যেতে? কতটা?
-খানিকটা। খুব বেশি নয়।
যে রাস্তাটা দিয়ে এখন যাবে, প্রতুল সেদিকে তাকিয়ে বলল।
আবছা হয়ে অন্ধকারের মধ্যে সেধিয়ে গেছে রাস্তাটা। দু' পাশে নানান আকৃতির একতলা-দোতলা পাকা বাড়ির সঙ্গে টালিরও কয়েকটা বাড়ি। ডান দিকে মোড় ঘুরলেই একটা পুকুর পড়বে। সেখান থেকে আরেকটা বাঁক। তার পরেই পানুদার বাড়ি। পানু তার মাসতুতো দাদা।
প্রতুল ঘড়ি দেখল। দশটা বাজতে দশ।
গাড়ির দরজা খুলে প্রতুল সন্তর্পণে বাঁ পা বার করে মাটিতে রাখল।
-আঃ! অস্ফুটে সে কাতরে উঠতেই মোটরচালক উদ্বিগ্ন চোখে তাকাল।
-কী হল? হেঁটে যেতে পারবি তো?
দু' পায়ে ভর দিয়ে দেহটাকে টানটান রেখে প্রতুল হাসল। একটু ঝুঁকে জানলা দিয়ে ভিতরের দিকে তাকিয়ে বলল,
-থ্যাঙ্ক ইউ সলিলদা, আমি ঠিক চলে যাব।
-সাবধানে দেখেশুনে যাস। আর দু-তিন দিন একদম বেরোবি না। অচেনা কেউ দেখা করতে এলে দেখাও করবি না। খবরের কাগজের কেউ তোর এই জায়গাটা চেনে নাকি?
-না।
প্রতুল খুব জোর দিয়ে বলল।
-মাঝেমাঝে দাদার বাড়িতে আসি। এত রাতে আমাকে দেখে খুব অবাক হয়ে যাবে।
-শুনলুম ছ-জন নাকি মাঠেই মারা গেছে। পিজিতে দু' জনের অবস্থা খুব সিরিয়াস। বোধহয় বাঁচবে না।
-কিন্তু সলিলদা আমায় কেন দায়ী করা হচ্ছে? আমি কী করেছি? পায়ে ইনজুরি, খোঁড়াচ্ছি। আশুদাকে তিন-চার বার বললাম, বসিয়ে দিন, আর দাঁড়াতে পারছি না। তিনি মুখ ঘুরিয়ে নিলেন।
-ওসব কথা পরে হবে। মোট কথা তুই এখন টার্গেট। রডটা যেভাবে চালিয়েছিল, কোমরে লাগলে জন্মের মতো তোর ফুটবল খেলা শেষ হয়ে যেত। হয়তো চিরকালের জন্য ইনভ্যালিড হয়ে যেতিস।
এরপরে সলিলদা মোটরের চাবি ঘুরিয়ে এঞ্জিনের শব্দের সঙ্গে সঙ্গে বললেন
-বড় ক্লাবে খেলার এই হল হ্যাজার্ড। জেতালে মাথায় তুলে নাচবে। না জেতালে চোখ উপড়ে নেবে।
-কিন্তু আমি তো...
-আমি তো কী?
সলিলদার চাপা ধমক।
-বারো গজ থেকে একটা বসানো বল শট করে যে গোলে রাখতে পারে না তার ফার্স্ট ডিভিশন খেলাই উচিত নয়।
-ওকে গুড নাইট।
মতি নন্দীর 'অন্ধকার থেকে অন্ধকার' গল্পে প্রতুল গোল করতে না পেরে হয়ে গিয়েছিল টার্গেট।
বাস্তবের ক্লেটন সিলভাও একসময়ে ইস্টবেঙ্গল সমর্থকদের কটাক্ষের শিকার হয়েছিলেন। নিজের ভবিষ্যৎ নিয়ে দেওয়াললিখনও হয়তো পড়ে ফেলেছিলেন। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাঁকেই হয়তো ক্লাব ছাড়তে হবে, এমন আভাসও পেয়েছিলেন। সেই ক্লেটনই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর দলের অন্যতম ফিট বিদেশি।
৩৭-এর ব্রাজিলীয় এখনও ফুটছেন। গোটা মাঠ জুড়ে দৌড়চ্ছেন। দেখে মনে হবে পিঠে বোধহয় রয়েছে অক্সিজেন সিলিন্ডার। পাস খেলছেন, গোলের গন্ধ মাখা বল বাড়াচ্ছেন সতীর্থদের, ফ্রি কিক নিচ্ছেন আবার নিজেও পৌঁছে যাচ্ছেন গোল করার মতো জায়গায়। দুর্ভাগ্য একটাই গোল পাচ্ছেন না তিনি।
গোল তো অনেকেই পান না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকাও তো বলেছেন, ''গোল হল সেই কেচাপের মতো। অনেক সময় চেষ্টা করেও বের করা যায় না। কিন্তু যখন বেরিয়ে আসে, তখন অনেকটাই বের হয়।'' যে কোনও দিন হয়তো গোলের দেখা পাবেন ক্লেটন। সেই প্রতীক্ষায় তিনি। প্রতীক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকরাও।
একসময়ে তো এই ক্লেটন একাই টেনে নিয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গলকে। তাঁর গোলেই মহানদীর তীরে সুপার কাপ জেতে লাল-হলুদ। ট্রফি বুভুক্ষু এক ক্লাবে এক যুগ পরে এসেছিল খেতাব। সেই ক্লেটনই গোলের রাস্তা ভুলে গিয়েছিলেন। পেনাল্টি নষ্ট করেছেন ডার্বিতে। সমর্থকদের দুয়োধ্বনি উড়ে এসেছে তাঁর দিকে। 'বুড়ো ঘোড়া' তকমাও পড়ে যায় তাঁর নামের পাশে।
যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তনের রূপকথা লিখেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের আগেরদিন পাঞ্জাবের সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী বলছিলেন, ''এই ক্লেটন যখন গোল করছিল, তখন তো কেউ বলেননি ও বুড়ো হয়েছে, বয়স বেড়েছে?''
চলতি বছরের শেষ প্রান্তে পৌঁছে ক্লেটন জাদুতে মজেছেন লাল-হলুদ সমর্থকরা। জামশেদপুরের বিরুদ্ধে স্বদেশীয় ক্লেটনের খেলা দেখে তিন প্রধানে খেলা ডগলাস দ্য সিলভা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ক্লেটন আজ যে খেলা তুলে ধরেছে, তা যদি কেউ দেখে থাকেন, তাহলে তিনি মুগ্ধ হবেন। ফুটবল সম্পর্কে তাঁর বিশেষ কিছু জ্ঞান না থাকলেও চলবে। দলের প্রতি দায়বদ্ধতা, স্পিরিট, খেলা নিয়ন্ত্রণ করার দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার গুণের বিচারে ক্লেটন এককথায় দুর্দান্ত। বহু বছর পরে একজন ব্রাজিলিয়ান এরকম ফুটবলের পাঠ দিল, দেখেও ভাল লাগছে।''
ক্লেটনকে দেখে ডগলাসের মনে পড়ছে জুনিয়রের কথা। বহু যুদ্ধের সৈনিক ডগলাস বলছেন, ''ক্লেটন একদমই স্বার্থপর খেলোয়াড় নয়। যখন গোল করার চাপ ওর উপরে থাকে, সেই সময়েও ও দলকে সাহায্য করে। নিজে গোল না করে, যে ভাল পজিশনে রয়েছে, তাকে পাস বাড়ায়।''
ক্লেটনের কোচ অস্কার ব্রুজোঁ আবার তাঁর ছাত্র সম্পর্কে বলেছেন, ''যা পরিবর্তন করেছি সেটাই খেলার সময় ও অক্ষরে অক্ষরে করে দেখাচ্ছে। নাম্বার নাইন হিসেবেই খেলে ক্লেটন। কিন্তু আমাদের দলে দু'জন নাম্বার নাইন রয়েছে। দু'জনকে নিয়েই খেলার চেষ্টা করেছি। আমার লক্ষ্য ছিল, দু'জনেই যেন এক রেখায় না চলে আসে। একজন মিডফিল্ডারদের কাছাকাছি আসে এবং অন্যজন প্রতিপক্ষ দলকে যেন চাপে ফেলে, আরও বেশি যেন প্রতিপক্ষকে স্ট্রেস করে। শেষ দু'টি ম্যাচে ক্লেটন নিজের ভূমিকা খুব ভাল বুঝতে পেরেছে। আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছে। ক্লেটন একজন নেতা। ভাল পারফরম্যান্স দিচ্ছে। এই ক্লেটনকেই তো আমরা দেখতে চাই।''
ঘরে ফেরার গান শুনে ফেলা ব্রাজিলীয় ফুটবলারই এখন লাল-হলুদের যিশু। আগামী দিনে ক্লেটন আরও রং ছড়াবেন বলেই আশাবাদী ভক্তরা।
এর পরেও অবশ্য ক্লেটন জানেন না নতুন বছর তিনি ক্লাবে থাকবেন কিনা। অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও 'বুড়ো ঘোড়া' দৌড়ে যান মাঠের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। নব্বই মিনিটের শেষে ভিজে যাওয়া লাল-হলুদ জার্সিটা পরম যত্নে খুলে সমর্থকদের দিকে হাত নাড়েন। লাল-হলুদ ভূখণ্ড থেকে শব্দব্রহ্ম ভেসে আসে 'ক্লেটন-ক্লেটন'। কোথায় যেন মিলে যায় ফুটবল আর জীবন। এই মেঘ তো এই রৌদ্র।
দূরে কোথাও যেন অনুরণিত হয়, এই তো জীবন কালীদা।
নানান খবর
নানান খবর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

ঝলসে উঠল সূর্যর তেজ, সূর্যবংশীর স্বপ্নের অভিষেক দেখতে জেবে বসে ছিলেন গুগল সিইও

মেসির ম্যাচে উপচে পড়া ভিড় মাঠে, ম্যাচে জিতে ইন্টার মায়ামি সেই অপরাজিতই

আইপিএলের এল ক্লাসিকো, চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই পাচ্ছে না ৩৭ বছরের তারকাকে

পিছিয়ে পড়ে অবিশ্বাস্য জয় বার্সার, শেষ ল্যাপে এসে মরিয়া কামড় রাফিনিয়াদের

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও